আনোয়ারা প্রতিনিধি
আনোয়ারা সাব রেজিষ্টার জুবাইর হোসেন এর ঘুষের দোকান ও দৈনিক ভিত্তিক ঝাড়ুদার আহাদের মাধ্যমে ঘুষ গ্রহণ ও ভূমি সেবা পুনরায় চালু হয়েছে।
আনোয়ারা দলিল লেখক সমিতি আনোয়ারা সাব রেজিস্ট্রার জুবাইর হোসেন এর সীমাহীন ঘুষ, দুর্নীতি ও অনিয়ম এবং দৈনিক ভিত্তিক ঝাড়ুদার আহাদ এর ঘুষ গ্রহণ সহ যাবতীয় অনৈতিক কর্মকান্ড বন্ধের দাবীতে গত এক সপ্তাহ ধরে আনোয়ারা দলিল লেখক সমিতি কলম বিরতি পালন করে আসছে। চট্টগ্রাম জেলা দলিল লেখক সমিতির মধ্যস্ততায় আনোয়ারা দলিল লেখক সমিতির সাথে সাব রেজিস্ট্রার জুবাইর সাথে নাটকীয় সমঝোতা হয়েছে।
নাম প্রকাশ না করার সর্তে একাধিক দলিল লেখকরা জানান সাব রেজিস্ট্রার জুবাইর চট্টগ্রাম জেলা দলিল লেখক সমিতিকে মোটা অংকের টাকা দিয়ে আনোয়ারা দলিল লেখক সমিতির সাথে সাব রেজিস্ট্রারের সাথে সমঝোতার নামে নাটক সাজিয়েছে ।
তারা ঘুষ, দুর্নীতি, অনিয়ম ও দৈনিক ভিত্তিক ঝাড়ুদার আহাদ এর মাধ্যমে ঘুষ গ্রহণ সহ অনৈতিক কর্মকান্ড
বন্ধ হয় নাই বরং আরো বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেন।
তাহারা আরো জানান আজকে ও নামের সামান্য গড়মিল থাকায় ( নামের ছাড়পএ দেওয়ার পর ও) দৈনিক ভিত্তিক ঝাড়ুদার আহাদ এর মাধ্যমে ২৫ হাজার টাকা ঘুষ গ্রহণ করেন সাব রেজিস্ট্রার জুবাইর।