রাঙ্গামাটিতে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে ১১-২০ গ্রেডের ৯৩ শতাংশ মেধার দাবিতে স্মারকলিপি পেশ
নিজস্ব প্রতিনিধি: রাঙ্গামাটিতে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে ১১-২০ গ্রেডের ৯৩ শতাংশ মেধার দাবিতে স্মারকলিপি পেশ । ১৭ নভেম্বর দুপুর ১২টায় জেলা পরিষদের চেয়ারম্যানের নিকট স্বারকলিপি পেশ করেন সচেতন নাগরিক ঐক্য। স্বারকলিপিতে উল্লেখ করেছেন জনপ্রশাসন মন্ত্রনালয় গত ২৩ সেপ্টেম্বর ২০২৫ খৃী: স্বারক মুলে রাঙ্গামাটি জেলা পরিষদের আওতাধীন হস্তান্তরিত বিভাগ সমুহে ১১-২০তম গ্রেডের শুন্য পদের ক্ষেত্রে ৭ শতাংশ কোটা ও ৯৩ শতাংশ মেধার ভিক্তিতে জনবল নিয়োগের দাবী জানান। এই বিষয়ে জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার বলেন, জেলা পরিষদের আইনের ভিক্তিতে নিয়োগ করা হবে। এর বাইরে যেতে পারি না।
পরে তারা শ্লোগান দিয়ে উক্তেজনা হয়ে পড়ে। ২৩/৭/২৪ খৃী:১৪১ নং স্বারকে জারীকৃত প্রজ্ঞাপনে সরকার কর্তৃক নতুন কোটা পদ্ধতি নিধারণ করা হয়েছে।
সচেতন নাগরিক ঐক্যর আহবায়ক কামাল উদ্দীন বলেন,পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার আওয়ীলীগের দোসর ছিলেন । সুতারাং আঞ্চলিক দলের কিছু লোকদের নিয়োগ দিয়ে ৮০/৯০ কোটি টাকা বাতাসে উড়তেছে। এসব নিয়োগ ঘুষ বানিজ্যের অভিযোগ উঠেছে।