• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
Headline
ইন্টারন্যাশনাল মিডিয়া পরিচালক মুনীর চৌধুরী চ্যানেল এস এর আবাসিক সম্পাদক মনোনীত। চান্দগাঁওয়ে মৌরশী সম্পত্তি দখল রোধে ওসি জাহিদুল কবিরের তৎপরতা: এসআই’র ভূমিকা প্রশংসনীয় চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি গোলাম সারোয়ার—মানবিকতা, সাহস ও বুদ্ধিমত্তার উজ্জ্বল আলোকবিন্দু, যিনি যেখানে যান সেখানেই রেখে যান সাফল্যের স্বাক্ষর চাটগাঁইয়া ওরশ বিরিয়ানি এন্ড মেজবানির শুভ উদ্বোধন আনোয়ারা সাব রেজিস্ট্রারের ঘুষের দোকানে অফিস সহকারীর চেয়ারে বসে প্রকাশ্যে ঘুষ আদায় করেন কোটিপতি ঝাড়ুদার আহাদ জনগণের সঙ্গে সম্মানজনক আচরণ ও প্রত্যাশিত সেবা নিশ্চিত করার আহ্বান – ডিসি জাহিদুল ইসলাম বৃটিশ আইন আমলাতান্ত্রিক জটিলতায় স্বাধীনতার ৫৪ বছরে ও ভূমি সেবা পরাধীন-জমির জটিলতায় পিষ্ট জনগন- সংস্কার কমিশন সুপারিশ “একক ভূমি ব‍্যবস্থাপনা” বাস্তবায়ন করা হোক। সশস্ত্র বাহিনী দিবসে সেনাপ্রধানকে “সেনাবাহিনী পদক’ দিলেন প্রধান উপদেষ্টা সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ইসমাইল ইমনকে হুমকির প্রতিবাদ সিআরএফের চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার দায়িত্ব গ্রহণ.

বিভাগীয় সব তাফসির মাহফিল স্থগিতের ঘোষণা ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী।

Reporter Name / ২৬০ Time View
Update : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

চলতি বছর উন্মুক্ত মাঠে অনুষ্ঠেয় বিভাগীয় সব তাফসির মাহফিল স্থগিতের ঘোষণা দিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী। আজ শনিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এ ঘোষণা দেন।

ওই পোস্টে তিনি লিখেছেন, উন্মুক্ত মাঠে অনুষ্ঠিত আমার এ বছরের বিভাগীয় সকল তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করা হলো।

ওই পোস্টের মন্তব্যের ঘরে আজহারী লিখেছেন, গত বছর দেশব্যাপী আটটি বিভাগে তাফসিরুল কুরআন মাহফিলে অংশগ্রহণ করেছিলাম। আলহামদুলিল্লাহ, প্রতিটি প্রোগ্রাম বেশ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। পবিত্র কুরআনের দুর্বার আকর্ষণে দূর-দূরান্ত থেকে ছুটে আসা জনতার উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। লাখো মানুষের এ সকল জমায়েত সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বেশ হিমশিম খেতে হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, পুলিশসহ সংশ্লিষ্ট অন্যান্য বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথবাহিনী মাঠপর্যায়ে যে পেশাদারত্বের পরিচয় দিয়েছে, তা সত্যিকার অর্থেই প্রশংসার দাবিদার।

তিনি লিখেছেন, বর্তমানে সারা দেশে নির্বাচনকেন্দ্রিক একটি আমেজ তৈরি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের ভাষ্যমতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবার কথা। নানা কারণে আসন্ন নির্বাচন আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইতোমধ্যে প্রায় সকল রাজনৈতিক দল খুব জোরেশোরে তাদের সভা-সমাবেশ ও প্রচারণা কর্মসূচি শুরু করে দিয়েছে। ডিসেম্বর ও জানুয়ারিতে তাদের মহাসমাবেশগুলো অনুষ্ঠিত হবে। জননিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে এসব মহাসমাবেশগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করতে হবে।

এই ইসলামী বক্তা লিখেছেন, এমতাবস্থায়, আমাদের পক্ষ থেকে নতুন কোনো প্রোগ্রামের আয়োজন তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে। আর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতা ছাড়া একেকটা তাফসির মাহফিলের বিশাল জনস্রোত সামলানো মুশকিলের বিষয় হয়ে দাঁড়াবে। জাতীয় স্বার্থে নির্বাচনের ঠিক আগমুহূর্তে আমাকে ঘিরে এ ধরনের বড় তাফসির প্রোগ্রাম আয়োজন যুক্তিযুক্ত হবে বলে মনে করছি না।
সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচন-পরবর্তী স্থিতিশীল পরিবেশে তাফসিরুল কুরআনের ঐতিহাসিক প্রোগ্রামগুলোতে আমরা আবারও মিলিত হবো ইনশাআল্লাহ।

আজহারী আরো লিখেছেন, আর ইতোমধ্যে অনেকেই হয়তো হাসানাহ ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে জেনেছেন। শিক্ষাখাতে জাতীয় পর্যায়ে ভূমিকা রাখতে এ বছরই যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে সদ্য গড়ে তোলা ফাউন্ডেশনের কার্যক্রমে অধিক সম্পৃক্ত হওয়া এ মুহূর্তে অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই বর্তমানে ফাউন্ডেশনের কাজেই পুরোপুরি আত্মনিয়োগ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাসানাহ ফাউন্ডেশনের জন্য সকলের আন্তরিক দোয়া প্রত্যাশা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category